01796722657 bokulislam.dev@gmail.com

blog details

home blog details
blog-photo
25 november, 2020

GMB কেন দরকার এবং কি?

Google My Business (GMB), হচ্ছে লোকাল ব্যবসায় ও লোকাল SEO এর গুরুত্বপূর্ণ একটি অংশ। আমরা সবাই জানি বর্তমান সময়ে যে কোন ব্যবসার ডিজিটাল প্লাটফর্ম অনলাইন মার্কেটিং ছাড়া চিন্তা করা প্রায় অসম্ভব। কোন বিজনেসের ডিজিটাল উপিস্থিতি বা ডিজিটাল মার্কেটিং এর জন্য যেসব কাজ করা হয় তার বেশিরভাগ অংশ দখল করে থাকে Google My Business পেজ বা এই GMB । এটি খুব গুরুত্বপূর্ণ সার্ভিস, ব্যবসায়কে কাস্টমারদের কাছে উপস্থাপন করার জন্য। লোকাল এসইও বা যে কোন ধরনের ব্যবসায় ব্র‍ান্ডিং এবং মার্কেটিং এর জন্য অন্যতম বৃহত্তম পরিচালক হিসেবে কাজ করে।

Google My Business (GMB) কি?

Google My Business এমন একটি টুল বা সার্ভিস যা গুগলের মাধ্যমে আপনার ব্যবসায় বা প্রতিষ্ঠান বা সংস্থার অনলাইন উপস্থিতি তৈরী করে। ফলে যে কোন ব্যবসায় GOOGLE সার্চ রেজাল্ট পেজে এবং GOOGLE ম্যাপে সহজে খুঁজে পাওয়া যায়। কোন বিজনেসের নাম লিখে গুগলে সার্চ করলে পিসিতে ডান পাশে এবং মোবাইলে উপরের দিকে একটা বক্সের মধ্যে ব্যবসায় লোকেশন, ফটো, এড্রেস সহ বিভিন্ন তথ্য দেখা যায়। আবার কোন সর্ভিস বা ব্যবসায় ক্যাটাগরি লিখে সার্চ করলে সার্চ রেজাল্টে ম্যাপ সহ তিনটি ব্যবসায় এর নাম ও কিছু তথ্য দেখায়। Google My Business পেজ তৈরি এবং আপডেট করার ফলে এই তথ্যগুলি প্রদর্শন করে। আর এটাকে Google ভাষায় বলে ওয়ানবক্স বা নলেজগ্রাফ।

ওয়ানবক্স বা নলেজ প্যানেলে কি কি তথ্য প্রদর্শন করে?

যখন কোন বিজনেসের নাম লিখে সার্চ করা হয় তখন কম্পিউটারের ডান পাশে এবং মোবাইলের উপর দিকে একটা বক্সে আলাদাভাবে ঐ ব্যবসায় সংক্রান্ত কিছু তথ্য দেখায়, (উপরের চিত্রানুযায়ী), একে Knowledge Graph বা One Box Result বলে। ব্যবসায় ক্যাটাগরি ভেদে তথ্য গুলি পরিবর্তন হয়। সাধারণত নিচের তথ্যগুল সবসময় এ অংশে দেখা যায়-

যেসব প্রতিষ্ঠান বা ব্যবসায় জিএমবি পেজ তৈরি করতে পারবে?

যে কোন ধরনের প্রতিষ্ঠান, সংস্থা, ছোট, মাঝারি বা বড় আকারের দোকান, রেষ্টুরেন্ট, যে কোন ধরনের সার্ভিস প্রোভাইডার, ফিজিক্যাল অ্যাড্রেস আছে এমন যে কোন ব্যবসা প্রতিষ্ঠান। তবে সংস্থা বা ব্যবসা নয় এমন কোন প্রতিষ্ঠানের জন্য এই সার্ভিস প্রযোজ্য হবে না। অল্পসময়ের জন্য ভাড়া বাড়ি বা অস্থায়ী ব্যবসার জন্য Google My Business সার্ভিস প্রযোজ্য নয়।

latest post

blog-photo
GMB কেন দরকার এবং কি?
25 november, 2020
blog-photo
Top 10 It Company In Bangladesh
25 april, 2020
blog-photo
How to Un-block Web IP Address?
25 december, 2020
blog-photo
Standout Tech Products of 2020
15 november, 2020
blog-photo
Get No-Fuss File-Level Crypto With Fscrypt
22 december, 2020
blog-photo
The Evolution of Personal Communications Technology Through 2050
5 oct, 2020